1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধু শান্তি পদক চালু, স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রাইসি ছাড়াও নিহত হলেন যারা হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত ঘুমের ঘোরে একা ঘরে পুড়ে অঙ্গার হলেন বৃদ্ধা হেলিকপ্টার দুর্ঘটনা: জীবিত উদ্ধারের আশা কমছে রাইসির বান্দরবানে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ কেএনএফ সদস্য নিহত বান্দরবানে ব্যাংক ডাকাতি ও সরকারি অস্ত্র লুটের প্রতিবাদে মানববন্ধন কেএনএফের নারী শাখার সমন্বয়কসহ দুজনকে কারাগারে প্রেরণ

কথা রাখেনি আওয়ামী লীগ: জিএম কাদের

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্বাদশ‌ সংসদ নির্বাচনে ভোটের ফল আশানুরূপ হয়নি। পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আশ্বাস দেওয়া হলেও ভোটের দিন সেই কথা রাখেনি আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন করেছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাই ভিউ বাসভবনে ভোট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও জাতীয় পার্টি নির্বাচন প্রত্যাখ্যান না করে সংসদে প্রতিনিধিত্ব করবে।

জিএম কাদের বলেন, শুধু ছাড় দেওয়া আসনগুলোতে পেশি শক্তির প্রভাব কম থাকলেও বাকি আসনগুলোতে ভোটের দিন জাপার এজেন্ট বের করে দেওয়া, হুমকিসহ নানাভাবে প্রার্থীদের হয়রানি করেছে আওয়ামী লীগ। এসব বিষয়ে তাৎক্ষণিক প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, রংপুরে আসন কম পাওয়ায় জাপার প্রতি মানুষের আবেগ কমে যায়নি। কারণ এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থান আমাদের ছিলো কিন্তু তেমন পরিবেশ দেওয়া হয়নি। সরকার যেখানে চেয়েছে সেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি হয়নি। আমরা চেয়েছিলাম ভোটের সুষ্ঠু পরিবেশ, সেটি পায়নি। অথচ তারা কথা দিয়েছিল সুষ্ঠু পরিবেশ করে দেবে। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলো ছাড়াও সারাদেশে আমাদের দেওয়া প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থান‌ ছিলো। কিন্তু ভোটের দিন আমাদেরকে আওয়ামী লীগ অসহায় করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হন জিএম কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!